সোনালী ব্যাংক থেকে সিটি ব্যাx982;কে টাকা ট্রান্সফার করার নিয়ম সম্পর্কে আপনি যদি জানতে আগ্রহ করেন এই আর্টিকেলটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিভাবে সিটি ব্যাংক কিংবা সোনালী ব্যাংক থেকে টাকা ট্রান্সফার করতে হয় এই বিষয়টি সম্পর্কে জানতেই নিচে দেওয়া স্টেপ গুলো মনোযোগ সহকারে লক্ষ্য করুন।
Mcfb থেকে ঘরে বসে ইনকাম: Complete Guide For Beginners
কিভাবে সোনালী ব্যাংক থেকে সিটি ব্যাংকে টাকা ট্রান্সফার করতে হয়?
আপনি যদি সোনালী ব্যাংক থেকে সিটি ব্যাংকে টাকা ট্রান্সফার করতে চান তাহলে নিচে দেওয়া গাইডলাইনগুলো মনোযোগ সহকারে ফলো করুন।
স্টেপ ১
প্রথমে আপনার ফোনে সোনালী ব্যাংক অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে ইন্সটল করে লগইন করে (NPSB) এই বাটনে ক্লিক করার পর (From Bank Account) এই বাটনের উপরে ক্লিক করুন।
স্টেপ ২
এরপর (ব্যাংক একাউন্ট) সিলেক্ট করে (সিলেক্ট ব্যাংক নেইম) এর উপরে ক্লিক করে (সিটি ব্যাংক) এর নাম সিলেক্ট করুন।
এরপর আপনি (সিটি ব্যাংক একাউন্ট নাম্বার) দিন কত টাকা পাঠাতে চান এই (অ্যামাউন্ট) দিন এরপর (পিন কোড) দিয়ে (সাবমিট) বাটনে ক্লিক করুন।
স্টেপ ৩
আপনি সোনালী ব্যাংক একাউন্ট যে নাম্বার দিয়ে খুলেছিলেন সেই নাম্বারে একটি ওটিপি কোড যাবে সেই ওটিপি কোড দিয়ে (Verify OTP) বাটনে ক্লিক করার সাথে সাথে সিটি ব্যাংকে টাকা ট্রান্সফার হয়ে যাবে।
উপরে যে নিয়ম গুলো দেখিয়ে দেওয়া হয়েছে এই নিয়মে আপনি খুব সহজে ইন্সট্যান্ট সোনালী ব্যাংক থেকে সিটি ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন।
এছাড়া আপনার যদি বুঝতে অসুবিধা হয় নিচে ভিডিও দেওয়া হয়েছে এটি দেখুন।
সিটি ব্যাংক থেকে সোনালী ব্যাংকে টাকা ট্রান্সফার করার নিয়ম?
আপনি যদি সিটি ব্যাংক থেকে সোনালী ব্যাংকে টাকা ট্রান্সফার করতে চান সেই ক্ষেত্রে নিচে দেওয়া গাইডলাইন মনোযোগ সহকারে লক্ষ্য করুন।
স্টেপ ১
প্রথমে প্লে স্টোর কিংবা আইফোন আপ স্টোর থেকে সিটি ব্যাংক অ্যাপস ইন্সটল করে আপনার ফোনে লগইন করে (Transfer) বাটনে ক্লিক করুন।
স্টেপ ২
এরপর (Other Bank Account) এর উপরে ক্লিক করুন।
স্টেপ ৩
এরপর (Single Transfer) এর উপরে ক্লিক করে আপনার ব্যাংক একাউন্ট সিলেক্ট করে (Transfer Amount) লিখে (Account Type) এ গিয়ে (Account) সিলেক্ট করুন।
স্টেপ ৪
এরপর (NPSB (instant transfer) এই অপশনটি সিলেক্ট করে (To Account) এর জায়গায় আপনি সোনালী ব্যাংক একাউন্ট এর নাম্বার দিন (To Account Name) ব্যাংক একাউন্ট যার নাম রয়েছে তার নাম দিন।
স্টেপ ৫
এরপর ( District Name) দিয়ে (citibank branch name) দিন।
স্টেপ ৬
এরপর (Next) বাটনে ক্লিক করে (Confirm) বাটনে ক্লিক করুন।
স্টেপ ৭
পুনরায় আপনি আবারও অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে (Submit) বাটনে ক্লিক করুন।
স্টেপ ৮
এরপর সিটি ব্যাংক একাউন্ট খোলার সময় আপনি যে নাম্বারটি ব্যবহার করেছেন সেই নাম্বারে একটি ওটিপি কোড আসবে সেই ওটিপি কোড দিয়ে পুনরায় (Submit) বাটনে ক্লিক করুন।
এরপরেও যদি আপনি সিটি ব্যাংক থেকে সোনালী ব্যাংকে মানি ট্রান্সফার করতে অসুবিধা মনে করেন তাহলে নিচে যে ভিডিওটি দেওয়া হয়েছে এটি দেখুন।
আশা করি আপনারা জানতে পেরেছেন যে সোনালী ব্যাংক থেকে সিটি ব্যাংকে টাকা ট্রান্সফার করার নিয়ম এবং সিটি ব্যাংক থেকে সোনালী ব্যাংকের টাকা ট্রান্সফার করার নিয়ম সম্পর্কে বিস্তারিত এছাড়া আপনার যদি বুঝতে কোন সমস্যা হয় অবশ্যই কমেন্ট করুন এবং আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ।